ভালবাসা কখনো ।। Valobasa Kokhono ।। বাংলা কবিতা ।। Bangla Poem
ভালবাসা কখনো রৌদ্র মেঘের
ছায়ায় মিশে যায়,
অচেনা অজানা ফুল পরীর সাথে
বিহঙ্গের গান গায়।
কখনোবা অচেনা পথে প্রান্তরে
একাকি কাতরাতে থাকে-
দৃষ্টিহীণ হয়ে কখনোবা কর্কট-
কাটা ভরা অরণ্যে যায়,
অনাহারে অর্ধাহারে কতদিন রাত-
অপেক্ষায় বয়ে যায়।
আমি দেখেছি কখনোবা ভালবাসা
উচ্চ আকাশে চাঁদের সাথে-
মিশে জোছনার হয়ে যায়।
কখনোবা দিনের আলোতে মিশে
দখিন হাওয়ার সাথে সতেজ দান করে।
ভালবাসা কখনো, গাঁয়ের মেয়ের চুলে-
লাগানো ফিতার সাথে বকুল মালা,
কখনোবা শত ব্যাথার মাঝে প্রিয়ার
দর্শনের স্পর্শে কেটে যায় বেলা।
কখনোবা বিরহ যন্ত্রনায় কাতর হয়ে
নয়ন কোনায় জল জমে
ভালবাসা মানে দিনের পর দিন
প্রেমের পাখিকে কাছে রাখা,
কখনোবা বুকের ভিতর জলন্ত
আগুনের যন্ত্রনা।
ছায়ায় মিশে যায়,
অচেনা অজানা ফুল পরীর সাথে
বিহঙ্গের গান গায়।
কখনোবা অচেনা পথে প্রান্তরে
একাকি কাতরাতে থাকে-
দৃষ্টিহীণ হয়ে কখনোবা কর্কট-
কাটা ভরা অরণ্যে যায়,
অনাহারে অর্ধাহারে কতদিন রাত-
অপেক্ষায় বয়ে যায়।
আমি দেখেছি কখনোবা ভালবাসা
উচ্চ আকাশে চাঁদের সাথে-
মিশে জোছনার হয়ে যায়।
কখনোবা দিনের আলোতে মিশে
দখিন হাওয়ার সাথে সতেজ দান করে।
ভালবাসা কখনো, গাঁয়ের মেয়ের চুলে-
লাগানো ফিতার সাথে বকুল মালা,
কখনোবা শত ব্যাথার মাঝে প্রিয়ার
দর্শনের স্পর্শে কেটে যায় বেলা।
কখনোবা বিরহ যন্ত্রনায় কাতর হয়ে
নয়ন কোনায় জল জমে
ভালবাসা মানে দিনের পর দিন
প্রেমের পাখিকে কাছে রাখা,
কখনোবা বুকের ভিতর জলন্ত
আগুনের যন্ত্রনা।
তারিখ ও সময়:- ১১/০৭/২০০৫, ০৮-২৫