বর্ষাকালে চারপাশে অথৈ ভরা জল
বনে ঘেরা গ্রামটা মোদের পাহাড় সমতল ।
খাল পেরিয়ে মাঠের পথ, কৃষক ছুটে ক্ষেতে
পথের ধারে দোকানে বসে আড্ডায় থাকি মেতে ।
কেউবা খেলে তাস, কেরাম, কেউবা হাসাহাসি
সবুজ শ্যামল গ্রামটায় মোরা ফিরে ফিরে আসি ।
এই গাঁয়েতে ধনী গরিব উঁচু নিচু আছে
সবাই কাছের, কেউ নয় দূরে, মিলে মিশে বাঁচে ।
একটু দূরে স্কুল মোদের ডাকঘরটা সাথে
ইউ পি অফিস, স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা অফিসও তাতে ।
ভিন্ন ধর্মের অনেক মানুষ এই গাঁয়েতে বাস
সবার তরে সবাই মোরা নেই তো দীর্ঘশ্বাস ।
সহজ কথা সহজ মনে বলতে নেই মানা
সুখে দুখে আছি মোরা কারো প্রতি নেই ঘৃনা ।
ঘৃনা করি ঘৃনিত কাজ, মানুষকে তো নয়
খারাপকে তাই বুঝাই মোরা তাই তো মোরা জয় ।
আমরা জয়ি আমরা সেরা নইতো পরাজয়
ধর্য্যে ধরে এগিয়ে চলি পদতলে মাখি ক্ষয় ।
একটি মন্তব্য পোস্ট করুন