সম্পর্ক

সাহিত্যের প্রতি আগ্রহ আমার বরাবরই ছিল। বিশেষ করে বাংলা সাহ্যিতের। তাছাড়া ইংরেজি সাহিত্যের বাংলা অনুবাদগুলো আমায় প্রচন্ড টানে। অন্যান্য বইয়ের ফাঁকে আমি যেন বাংলা সাহিত্যই খুঁজে বেড়াই সর্বদা। কোন কবিতা পেলে দ্রত পড়ে ফেলি। গল্প ও উপন্যাস আমার ভালো লাগে, গান ভালো লাগে। এই ভালো থেকেই কখন যে নিজেকেই ভান্ডার বানিয়েছি। কোন এক দুপুরে আমার প্রথম কবিতা লেখা শুরু হয়। সেই থেকে এক টানা সাত বছর লিখেছি। এখন একটু আধটু লিখি। কি হবে লেখে তা ভেবে আমি কখনো লিখিনি। এই লেখালেখি করে ইনকাম করব তা ভাবিনি। কিছু প্রকাশের রুপ দিতে লিখেছি মাত্র। কেউ পড়ুক আর নাই পড়ুক তাতে কিছু যায় আসে না, লিখেছি। এখন ইন্টানেটের যুগ। তাই আমার সকল বাংলা সাহিত্য নিয়ে ওয়েব সাইট খুঁললাম। আপনারা আমার সাইট ভিজিট করবেন, ভালো মন্দ উপদেশমূলক মতামত দিবেন আশা করছি।

              http://sahittobarta.blogspot.com




একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget