ভুলে গেছি তোরে, মনে না রাখার মত
কষ্ট পাই যা তা, খেয়ালি আবেশে আঁকা
যেভাবে হারাই, সেই তো বুকের ক্ষত
মনে রাখি তাহা, পাঁজরে বেঁধে অরেখা ।
কতদিন আমি, এই পথের পাথারে
ঘুমহীন আছি, সময় কাটাই পার
কেউ নেই কেন, ডাকি শুধু যারে তারে;
স্বপ্ন থাকে জেগে, কুয়াশায় সঙ্গ তার ।
মুছে ফেলি তারে, তার কায়া ফুলমুখি
ঝেড়ে ফেলি কান্না, যাতে ছিল আবেগিরা
ঝেড়ে ফেলি কান্না, যাতে ছিল আবেগিরা
ধুয়ে রাখি সব, সেইতো যাহা অসুখি-
আপনার মত, ব্যর্থতাই হোক গড়া ।
ঘরে থাক মন, জীবনধারা নিজেতে
সত্য বুকে বাঁধি, মিথ্যের দড়ি কূপেতে ।
সাইফুল ইসলাম
২১-০৪-২০১৮, ১৭-০০
একটি মন্তব্য পোস্ট করুন