ভুলে গেছি তোরে ।। Vule Gechi Tore ।। Forgot You ।। বাংলা কবিতা ।। Bangla Poem



ভুলে গেছি তোরে, মনে না রাখার মত
কষ্ট পাই যা তা, খেয়ালি আবেশে আঁকা 
যেভাবে হারাই, সেই তো বুকের ক্ষত
মনে রাখি তাহা, পাঁজরে বেঁধে অরেখা ।
কতদিন আমি, এই পথের পাথারে
ঘুমহীন আছি, সময় কাটাই পার
কেউ নেই কেন, ডাকি শুধু যারে তারে;
স্বপ্ন থাকে জেগে, কুয়াশায় সঙ্গ তার ।


মুছে ফেলি তারে, তার কায়া ফুলমুখি
ঝেড়ে ফেলি কান্না, যাতে ছিল আবেগিরা
ধুয়ে রাখি সব, সেইতো যাহা অসুখি-
আপনার মত, ব্যর্থতাই হোক গড়া ।
ঘরে থাক মন, জীবনধারা নিজেতে
সত্য বুকে বাঁধি, মিথ্যের দড়ি কূপেতে ।



সাইফুল ইসলাম
২১-০৪-২০১৮, ১৭-০০



একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget