কেহ নেই মোর ।। Keho Nei Mor ।। Nobody is There।। বাংলা কবিতা ।। Bangla Poem

যাহার আছে কেহ, যদিও নেই নিজে-
তবু তার সবই আছে সহযোগি দ্বার খোঁলে,
আমার আছে ধন, কিন্তু
ব্যবহার করার সামর্থ নেই,
তাইতো আজ আমি অপ্রকাশিত-
নেই মোর কোন খবর,
আমার শব্দগুলো যদি নজরে কারো পড়ে
শূন্য হৃদয় ভরে যাবে পূর্ণ দ্বারে

হয়তো পাওয়া মোর নজরের-
দৃষ্টিতে দৃষ্টিগোচর হবে না ,
আমি আমার মাঝে রয়ে যাবো কিছু পাবো না।
লেখনির কার্যে হয়েছে যে গান,
জানি না পাব কিনা তার মান

চাইছিনা বলতে মোরে, স্বরণ করো,
আমার কর্ম ধরে রাখো,
চেয়ে নেই কোন পাওয়া বড়
আমি আমায় কোন উচ্চ আসনে চাইনি ,
আমি কি বলিবো, কি জানাবো -
যদি কেহ তা নাই জানিলো তবেতো সার্থক হবো নি?
আমি কি, কে আমায় রাখে স্বরণ,
স্বপ্ন আমার কি জানি না, কিবা তবে জীবন

জানি তোমরা মনে রাখবে,
জীবন শিখা যখন না থাকবে
তবুও মোর দুঃখ নেই-
আমার বাণী শুধা পাবে ছোঁবে,
একাকারে মুগ্ধ হবে সবে

আমি তখনা নীরব ঘরে লুকায়ে গর্ব করিবো
আমি পথ চলেছিলাম যে পথে
সেই তীরে লোকের ভীড় হবে
মুক্তির নিশানা হাত নাড়বে।


সাইফূল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
তারিখ সময়:- ২৫/০৭/২০০৫,    ০৯-৫৫

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget