জড়ালে গায়ে জড়ির জামা
দর্শনে ভিতর খোঁলা,
কখনো কি কভু ভেবে দেখেছো ?
ক’জনা শুধায় তুমি যে ভাঙ্গা ভেলা।
নিজের মাঝে থাকিতে সদা
চিনিলেনা তুমি তোমায়,
তোমার ঢঙ্গে আলো নিভে
যাবে তুমি কোথায়।
যারা অবুঝের দল,
তারা পাবে তার প্রতিফল।
তোমাদের হবে বেশী শাস্তি,
বুঝেও না বুঝার করো দুস্তি।
হিজাব পড়েছো গায়ে মেখে,
তোমায় তুমি রাখিবে ঢেকে।
মিথ্যে ধোকাবাজ, দেখিলাম লেকের পাঁড়ে,
অচেনা পুরুষের হাতে হাত গোপন অঙ্গ ধরে।
একেই কি বলে পর্দাশীল ওরে নারী জাতি?
তোরা হলে মায়ের বংশ করিতে চাইনি ক্ষতি।
তোমরা অমর্যাদা করেছো পোশাকের
ধ্বংসে নিয়েছো যুবকের দল,
পথে ঘাটে নেই নিয়ম, নারীর নিরাপদ-
ঘটেছে তাহা আপনার দোষে-
চলিছে আপন পথ পিঙ্গল।
শুধু তোদের কারণে আজ,
মায়ের জাতিতে কলংকের বাজ।
যুবক দলের সমুখ দিয়ে যদি হেটে যায় নারী,
এসিডে এর্টাক হতেও পারে ফুল ঝরা পাপড়ি।
কিন্তু, দোষ তাতে সবই নারীর-
সে যদি থাকিতো ঢেকে নগ্নতা,
ফুলের মধূ থাকতো তাতে এতো স্বাভাবিকতা।
পড়েছো হিজাব দাওনি দাম-
গোপন প্রেমের খেলা,
গভীর জলে পড়িলে মরা যায় না তবু বেলা।
দিয়েছে বিধান বিধি তোদের-
নিরাপদে রাখো সম্মান,
জড়ালে ঠিক তাহার ছোঁয়া পেলেনা কোন মান।
তোমারা করো রাজনীতি যাহা
ধর্মে কর্মে নাই,
টাকনুর কাপড় হাটুর উপরে
কাপড়ের অভাব বুঝি তাই।
আজ তোমরা পূর্বে তোমরা যেমন শ্রদ্ধায় থাকো,
অনুরুধ করি বিধাতার নিয়মে আপনারে রাখো।
আমার এই কথা শুনে কোন মা দূঃখ পেওনা,
বলতে চাইনি এমন কথা মন যে মানেনা।
যাদের জন্য বলছি আমি শোনো তাদের দল,
বাস্তব মেনে চলো তবে তোমরা হবে সফল।
তোমরা মায়া সুখের ছায়া-
তোমরা নয়ন মনি,
শর্ত রইলো ঝরে না যেন কোন চোঁখের পানি।
সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
একটি মন্তব্য পোস্ট করুন