ভাঙিয়াছে শিরদাঁড়া কুঁজোকাল মোর
শক্তিহীনা দেহতরী স্বপ্ন ভাঙার প্রসর
একাকি কাল পাশে থাকেনা কেহ
গল্পগানের রসানী রুপে ঝরা পালকের দেহ,
মূল্যহীনা সফেত, কাদা মত্তিকায় ভরা
যৌবনহীনা কাঙ্গালী বেশে ধরা,
আদর নেই মায়ার প্রজ্জলিত রুপে
দিতে পারেনা, শুধু চাহে অরুপ চুপে,
মানুষের মাঝে নেই তিনি, নেই আবেশে
পত্রমিতালী প্রেমপূজনে কেউনা ভালবাসে।
৪১
নেই সেই, এই আছে, ছায়াপাত গহন
মুড়ালী প্রেমহীনা কাঙ্গালি চরণ,
কূহু কেকা ভিতরেই, নহে বাহির পানে
স্বর্নালী যুগ নেই, জল পিয়াসি স্নানে
শুধু কিরা কূহন অগোছালো কাল
মানুষ রুপি বোধ নেই, যেথায় একাল
পড়ে থাকা সভ্য, উঠে আসা নহে
আঁধার ঘরে জীবন যেন রহে
সুখদুঃখ এখানে সোয়ারী চিত্যদানে
মুঞ্জুরী ঝরা কূলে অনশন বানে।
-শেষ-
একটি মন্তব্য পোস্ট করুন