শুধুই বন্দু ।। Shudui Bhondu ।। বাংলা কবিতা ।। Bangla Poem

কবিওকবিতা
চাইনি আমি তোমার ধন আমায় দাও,
চাইছি শুধু দুঃখ ব্যাথা-
কিছু না হয় বিলাও।
আমার থেকে নিও কিছু তোমার পাঁজরে,
একে অন্যে মিশে থাকবো-
দুঃখ সুখের সাগরে।
নয়ন দৃষ্টি মিলাবো দুনিয়ার লিলায়,
অন্য চক্ষু থাকিবে জেগে-
দু-জনার বাসনায়।
জীবন নামক অন্ধঘরে
কত বিরহের খেলা,
ভাসিয়ে নিব দু-জন দু-জনায়
ভাসাবো মনের ভেলা।
বিকেল, চৈতালি রোদ শেষে-
ঘাসের বুকে পরশ,
দু-জন বসে ভোগ করিবো অদৃশ্যের রস।
জীবন ঝড়ে সাগর তীরে
আঘাত আসে বারেবার,
তখনো রহিবো আপনা পাশে
প্রতিজ্ঞা করি এবার।
নেই কোন স্বার্থ, লাভ ক্ষতির হিসেব,
সুখ দুঃখের আদান প্রদান-
চিরদিন থাকে সেভ ।
তারিখ ও সময়:- ১৬/০৭/২০০৫, ১৯-০৫

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget