চলে যাও বন্ধু, ফিরে এসো না ।। Chole Zau Bondhu Fire Eso Na ।। বাংলা গান ।। Bangla Song


চলে যাও বন্ধু, ফিরে এসো না
ভুলে যাও বন্ধু, মনে রেখো না  
দুজনার দুটি পথ, এক আর হবে না 
ভালবাসা ভাল নয়, ভুলে থাকা যাবে না (২)

ফিরে যাই ঘরে, এ ঘর আমার তোরে দিয়ে ভরা 
এই ফাগুনে জানি ফাগুন পাব না, রবে শুধু দুঃখের নাড়া
এই আমি সেই তো নয় মিছে নিরাকার
বেদনায় কাঁদব, কেউ তো দেখবে না ।
দুজনার দুটি পথ, এক আর হবে না 
ভালবাসা ভাল নয়, ভুলে থাকা যাবে না (২)

সময় বয়ে যাবে সময়ের সাথে মিশে
আমাতেই আমি রবো দুঃখটা রবে পুষে
জল চাই শুধু জল পিপাসার এই বুকে
কেউ নেই কাছে দূরে সবই তো ছলনা
দুজনার দুটি পথ, এক আর হবে না 
ভালবাসা ভাল নয়, ভুলে থাকা যাবে না (২)

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget