উজার করি মহাময় ধনরত্নাধি
দুস্ত' গরীব কাঙ্গালি মেয়ের শাদী,
দিলেম কিছু তাহাদের কাঙ্খিতে
মিটিবে তৃষ্ণা, মরণ নেশার সাথে।
অর্জন করে ধনভান্ডার সৎ আবেশে
কিছু রাখে বাকিটা পরের তাসে,
থাকে শূন্য, কিবা মূল্য মরণে
জবাব নাহী দিতে হবে ধনরত্নে,
আমল চাহি পূর্ণতা তাহাতেই
রুহু যাবে জবাব দিবে কবরেতেই।
২৯
সন্ত্রাসী হেথায় চির অভয়অরণ্য-
বুলেট প্রভায় রজনী পোহালো ধন্য
রক্ত পাষাণে লাশের মহুরী
মায়া নেই, প্রেমাতলে মঞ্জুরী
বিষন্নতায় দোলে সারাজাহান
চোখের বুলি বর্শায় মরে ম্লান,
সংসার নেই, সিক্ততায় গোপন পিয়াস
অবৈধ আবেশে দক্ষিণা সুভাস,
কবরে যায়নি লাশ, পথের ধারে-
শৃগাল কুকুড়ে মোচড়ায় উদরে।
৩০
চঞ্চল মন দৌড়ায় প্রেমের আবেশে-
নক্ষত্র রাজি বহতা গিতালী আশে
স্বপ্ন সাঁকোতে পাঁজর দোলে
বেদনা হীনা পল্লব নিশানা দ্বীলে,
যেতে পারি রাগিনী নারীর সাথে
জীবন তাসে মিলন মাখানো প্রভাতে
বৈরীভাব দূর করিয়া গমন,
আলো আশা নরনারী বাহুতল শ্রাবণ,
চলিছে কাল কুঞ্জ দিপালী জল
সুখদুখে একাকার হিমাদ্রী আঁচল।
একটি মন্তব্য পোস্ট করুন