আলো আঁধারে ।। Alo Adhare ।। বাংলা কবিতা ।। Bangla Poem ।। দ্বিতীয় পার্ট


আলো আঁধারে
ঘাস ফড়িংয়ের মত উড়ো মনানে-
দুয়ারে বসে যথাই ভাব ভাবানে-,
উজাটন মন থাকেনা পিয়ে বনলতায়
দুরন- কামিনী ফলতায় জল ভাসায়,
কাহারে খোঁজে মন বিবাগে
নেই কোথা ? থাকিবে কি যেথা অনুরাগে ?
নয়নের মিলে কমল চিত্যে রসানে
ভাললাগার বাঁশরি সুর থাকিবে কি পরানে ?
জনম জনমে দোপাতের জল স্রানে।
ভাল নেই ফলশ্রতি বায় আহামরি
পৃথিবীর বুকে বাঁধি বাসা সঙ্গ যেথা পুরী,
প্রেমের মনানে- যাতনার সাম্যে
লালচে কুমের পিঞ্জন কেনা দামে।
তরুলতা বন ভালোলাগা মন কোথা রয়
বৃত্তের ওপারে পারিনা যেতে তনুতয়,
ভ্রমরের কোলে গাহিবার গান শ্যামলে
ফুলে ফুলে রাঙা মধুর ঝুলিকায়, নীল নীলে-
চুঁমে চুঁমায় সিক্ত স্পর্শের হিমতলে।
যায় যুবক পথ ভোলা মন পাথারেতে
আলোর আবেশে পিঞ্জর জুড়াতে-
মুক্ত আকাশে স্বচ্ছ জলে দেহ মেলাতে
তিতাসের বুকে রক্ত ছবি জড়াতে,
ঝিনুকের মুক্ত কুড়াতে
নর্দমার চুল্লি ফেলিয়া নতুন সাম্যের সাথে,
ফেলিতে দুঃখ, যাতনা, অন্তপুরেতে
সুখের সন্ধানে ভালবাসার বাহুতে-
উজ্জল সফেতলে দিব্য নমুনার আশালতে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget