আমায় মেরো না, আপনার আহত প্রাণ
শুনিনি তোমাদের কর্মমুখী গান,
যে আলাপনে দেশান্তর জ্বলিয়া যায়
চূরমার হুলিয়া মানব রক্তের গায়।
আমার অভয় প্রাণ, ভয় পাইলো
কারণ, স্বজন আপনার অপহরণ হইলো,
করার নেই তথাপি ক্রন্দন মরে
কোথায় বিচার ওদের বাঁচিবার তরে ?
হায় ঘুমিয়েছিল হিমেল শীতে
শোনোনিকো চিৎকার? অবিচার চিত্যে।
২৩
বখাটের দল অকর্মা পাঞ্জেরী
রাগ বেশী বিপদ ধরে পন্থা চুরি,
ছেঁড়া জীবন যাযাবর জঞ্জাল
সমাজ হেরি উন্নত দ্বারে শৈবাল,
নষ্ট কথা তীব্র ব্যাথা অপরাহ্নে
পথে ঘাটে অশান্ত রুপ দ্রাহে।
পারেনি হতে ফিরে আসা
মন্দ কর্ম হেরি বাস্তব আশা,
থাক পড়ে মল মূত্রে ঘুমায়ে
জেগে দেখিলো তিনি কবরে শোয়ে।
২৪
কে তুমি চলিলে যেথায় যাও ?
ভাসমান, আপনারে নেবে কিনা নাও ?
চাহিনিতো ধনশালী আপনারে দাও
শুধু চাহি পথরেখা, দিশা দেখাও,
একটু তাঁকাও বারেক ফিরে
এই মানব আজ্ঞে দুয়ারে !
মরিতে চাহিনা তোমাতে কহি
সামান্য দিক নজর আপনাতে চাহি,
চলে যাবো দেখিতে দেখিবো একদিন
তুমি মোরে ভেবেছিলে সুদিন।
একটি মন্তব্য পোস্ট করুন