মানবাত্মা ।। Manobatta ।। বাংলা কবিতা ।। Bangla Poem ।। চতুর্থ পার্ট

মানবাত্মা ।। Manobatta
আহত প্রভা নেই খঞ্জরখানি
বাহু দানে উওাল জোয়ানী,
হারিয়ে গিয়াছে, মরিয়া তব দেহ তেজী
আরশী কূলে থাকিলো তাহা বুঝি ?
পথ আজি জানা নেই অকূল গোড়ে
মনে পড়ে কোথা ছিলুম কোন সুদূরে,
নাহী আর দিব্য প্রভা চল
গর্জে বাহু তামাতল সফল
শুনি শুধু সময় পেরিয়ে যায়
মরে দেহ আমরণে যেথায় ।
১১
পথ হারা ফানুষ কহে কথা
বিজলী ডাকি তোমায় ? দূর করো ব্যাথা
দাও দিশা মনে আশা
প্রহসন সেলামী রৌদ্দুর বাসা,
একটু করো সোহাগ মোরে
খোঁজে ফিরি তানানার গোড়ে
সংসার আজ্ঞে চাহিদার ধ্যান
রোজগার করি কোথা দিশারী বন
ভাবনায় মরি, তাই হতাশা তবু
আর কত এভাবে দিনাপাত নিভু্‌।
১২
আসিবে তাহারি প্রেম চুয়ে-
হিমাদ্রী পথে স্পর্শ দিয়ে
বেদনার বুলি আওরায়ে
এই পথে থাকিলুম তাই সয়ে,
প্রেমিক হায়! প্রেমায় জ্বলে
চুঁমে ছাই দিশা সাঁকো দোলে,
অন্নহীনা কত সময় হলো পার
মজিনু তবু উহাতেই অপার
আসেনি কাল কাব্যিক বরষায়
কবি মরে প্রেমায়, ধুম্ম যাতনায়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget