প্রেমে পড়ার সময় গেল বয়স বেড়ে অনেক হল ।। Preme Porar Somoy Gelo Boyos Bere Onek Holo ।। বাংলা গান ।। Bangla Song



প্রেমে পড়ার সময় গেল
বয়স বেড়ে অনেক হল
কথায় পাব যে তোরে
প্রেম না হল তোর সাথে ওরে ও বন্ধুরে (২)

ঝরকা কাটা পাটখড়ির বেড়া
সবই দেখা যায়
সময় শুধু এলো গেলো
বন্ধুর দেখা দায় 
পথের পানে শূন্য আমি একলা মন রে
প্রেম না হল তোর সাথে ওরে ও বন্ধুরে (২)

প্রেমের সুতা যে গজালও ওই
ছোট্ট মনের ঘরে
হয়না রে প্রেম কীসের ভুলে
ভুলটা  খুঁজি রে
বয়স টয়স চামড়া মরে মন তো না মরে
প্রেম না হল তোর সাথে ওরে ও বন্ধুরে (২)

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget