ছোট কথা ছোট মানসি মন
বেলা অবধি অন্য বেলা তাহার ক্ষণ,
পারেনা চলিতে কহিতে রাঙা মঞ্জুরী
দুঃখ ব্যাথার কোন সে রুপ বাড়ি ?
কাঁদে হায়, কিবা দায় তাহার ?
ক্ষুদ্র কাব্যে থাকিলো জানি অপার,
একদা জন্মিবে তব ফানুষী দ্বার
কুঞ্জে রটিবে বিশাল কর্ম তাহার,
মানব ছিল তারপর দিব্য মানুষ
চৌধারে দিপ্তলেন, নহে জুলুস।
৩৫
তিনি রাজা, রাজত্ব আজ্ঞে তাহার
হিরা মানিক রত্মভান্ডারে একাকার
দূর, অদূর, হস্ত দিশারি পাতাল
কুর্নিশ লহে প্রজার থেকে সেকাল,
হুকুমাতে সোয়ারী সর্বাঞ্চল
কাঁপে থরথর ভূমি তল,
অকারণে শিরচ্ছেদ নতুবা দয়াবান
দুঃখ দেখিয়া হৃদয় কাঁদে, খুলিয়া দেয় প্রাণ,
সেই ভবে নয়তো উপুরি ভাব
কান্ডারি যাহাদের তরে পক্ষিয় স্বভাব।
৩৬
পতিতায় বাস ওখানেই সোয়ারী
দুঃখসুখ জীবন- কালে উহাতেই তরী
যেতে নেই আসিতে পারো
রুদ্ধ দ্বার খুঁলিতেনা পারো.
দেনা আছে পাওনার পালঙ্ক নাই
মিছে ভর্সনা রজনী পোহালো তাই
দর্শনে নেই বাহ্যিক স্বপ্ন গাঁথা
মুড়ালী প্রেমের সু্প্ত কথা-
মরণ তথায় শবেদাহ লাশের স'প
পতিতা উহারা আজন্ম নিখিল চুপ।
একটি মন্তব্য পোস্ট করুন