মানবাত্মা ।। Manobatta ।। বাংলা কবিতা ।। Bangla Poem ।। পঞ্চম পার্ট

মানবাত্মা ।। Manobatta
সেই দিন খোঁজে যাই
তবু কেন পাওয়া নাই ?
স্মৃতির কোঠরে কথা কাকুলি
মেঘের সাথে কেন হয় মামুলি ?
সেই ক্ষণ সেই স্থান
বুঝিনি কভু তার প্রতিদান,
মধুর স্বর্নালী ফ্রেমে বাঁধানো
পেতেম যদি আপনা তাহা কখনো
বুকের পাঁজরে আঁকড়ে বাঁধিতুম
আত্মার মুড়ালে বাসর করিতুম।
১৪
লেখে কিছু ছত্র ছায়ার চয়ণ-
ভাষার কথিকায় কিছু জীবন
সাঁজায় পান্ডুলিপি ভর্সনায়-
পাখি ডাকা ভোরে তিনি তথায়
আসে যাহা বুঝে তাহা-
স্বর্নালী পাঁজর প্রনালী উহা,
দুঃখ দানব বিরহ সুখ আঁকে
নদী পাঁড়ে তিনি একা কাউকে দেখে-
নীরব তিনি তাহাতে কাব্যিক ছবি
পোহালো রজনী তাহার, অনশনে দাবী।
১৫
নিষ্ঠা প্রনয়ে এগুতে তিনি-
সুখ বিলায় দাহন তলে যিনি
অন্যকে ভাবে আপনারে চুঁমে
কষ্ট পায় তিনি দাহন দমে,
পথে ঘুরে কেউ কী কাঁদে ?
সে কারণে বুকে বাঁধে
লও কে তুমি? তোমার চাহিদায়
কিছু অন্ন ছিল মোর, দিলেম তোমায়
আপনা যাই অন্যত্র হেথায়
দান করি তাহাদের দুঃখতায়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget