আমি চির,
আলো বাতাসের সাথে সম্মেলিত জগৎময়, রুপান্তর;
মানবের বুক থেকে বুকে সুখ দুঃখের সাফারি,
যেখানের পেছনে কান্নাও থাকে আবার হাসিও থাকে।
ঐ আকাশ এই মাটির চাদরে আমি বুনি ভালোবাসার স্বপ্ন,
উহাতে কোন বৈরিতা নেই;
বরং আছে অজস্র আশা ভালবাসার ঘরে-
লাল নীল সবুজ হলুদ ও আরও অনেক পতাকা।
২. আমি আগুয়ানে,
কম্পিত ভূমির বুকে একগুচ্ছ সাহস, হিম্মত;
রক্তের সাথে রক্তাক্ত দেনা পাওনা,
মুছে দেই চোখের নিগাঢ়ে ভাসা দুঃখটা।
কালে কালে যা দিয়ে যায় কালো কাল,
সেখানে আঁকি মনের মন মনান্তর;
আছে শির হিমাদ্রী ধরে পথ-
চলার অদম্য চিন্তা চেতনার ফলশ্রতি।
৩. আমি মুক্তিতে,
গেয়ে যাই মুক্তির গান গুঞ্জনে, কূজন;
বাতাসের ভিতর হাত বাড়িয়ে দেখি মুক্ততা,
অতঃপর আমি পাই স্বর্গীয় শ্যামা।
যাঁরা বন্দি রোষানলে নির্যাতিত রুদ্ধ,
সেখানে ছুঁড়ে দেই আমার পতাকা;
ফলাফল গিয়ে দাঁড়ায় খোঁলা জানালার-
ক্যানভাসে দেখা জনতার কাতারে হাজারো সুখের চোখ।
আলো বাতাসের সাথে সম্মেলিত জগৎময়, রুপান্তর;
মানবের বুক থেকে বুকে সুখ দুঃখের সাফারি,
যেখানের পেছনে কান্নাও থাকে আবার হাসিও থাকে।
ঐ আকাশ এই মাটির চাদরে আমি বুনি ভালোবাসার স্বপ্ন,
উহাতে কোন বৈরিতা নেই;
বরং আছে অজস্র আশা ভালবাসার ঘরে-
লাল নীল সবুজ হলুদ ও আরও অনেক পতাকা।
২. আমি আগুয়ানে,
কম্পিত ভূমির বুকে একগুচ্ছ সাহস, হিম্মত;
রক্তের সাথে রক্তাক্ত দেনা পাওনা,
মুছে দেই চোখের নিগাঢ়ে ভাসা দুঃখটা।
কালে কালে যা দিয়ে যায় কালো কাল,
সেখানে আঁকি মনের মন মনান্তর;
আছে শির হিমাদ্রী ধরে পথ-
চলার অদম্য চিন্তা চেতনার ফলশ্রতি।
৩. আমি মুক্তিতে,
গেয়ে যাই মুক্তির গান গুঞ্জনে, কূজন;
বাতাসের ভিতর হাত বাড়িয়ে দেখি মুক্ততা,
অতঃপর আমি পাই স্বর্গীয় শ্যামা।
যাঁরা বন্দি রোষানলে নির্যাতিত রুদ্ধ,
সেখানে ছুঁড়ে দেই আমার পতাকা;
ফলাফল গিয়ে দাঁড়ায় খোঁলা জানালার-
ক্যানভাসে দেখা জনতার কাতারে হাজারো সুখের চোখ।
একটি মন্তব্য পোস্ট করুন