আমি দুরন্ত,
থামি না আমি কোন কৃত্রিম বাসনায়, দন্ডায়মানে;
এ ছুটে চলার সীমানা বহুদূর,
জানি না কিন্তু আমি তার রতনের রতন মন্দিরা।
জানতে চাই্ অজানা গোড়ের কাহিনী,
থাক না সেথায় অবেলার সুর;
কিংবা ফূলের ওপর মর্মাহত কাল-
থেকে কালে থেমে যাওয়ার যামিনী।
৫. আমি উত্তাল,
খর্গজে মাখি মাতন দোলা, অভিনাষী;
দূর থেকে দূরে আরও দূরে,
সীমানার ওপারে সাত আসমান ভূমে।
খেলে যাই তেলেশমাত রণভূমে,
উল্কিত পাথারে আঁকি ঘর সংসার;
দোজাহানের টানে মরি মরি-
কিংবা শূণ্য থলে হাতে নিয়ে কাঁদি।
থামি না আমি কোন কৃত্রিম বাসনায়, দন্ডায়মানে;
এ ছুটে চলার সীমানা বহুদূর,
জানি না কিন্তু আমি তার রতনের রতন মন্দিরা।
জানতে চাই্ অজানা গোড়ের কাহিনী,
থাক না সেথায় অবেলার সুর;
কিংবা ফূলের ওপর মর্মাহত কাল-
থেকে কালে থেমে যাওয়ার যামিনী।
৫. আমি উত্তাল,
খর্গজে মাখি মাতন দোলা, অভিনাষী;
দূর থেকে দূরে আরও দূরে,
সীমানার ওপারে সাত আসমান ভূমে।
খেলে যাই তেলেশমাত রণভূমে,
উল্কিত পাথারে আঁকি ঘর সংসার;
দোজাহানের টানে মরি মরি-
কিংবা শূণ্য থলে হাতে নিয়ে কাঁদি।
৬. আমি তারুণ্যে,
ছূঁড়ে ফেলি বার্ধ্যকের সকল ছায়া,
আনি তোলে ফসলের ফরমান,
রঙ্গিন ক্যানবাসে এক দন্ড সুখ।
ছুটে চলি এক চিলতে দুনিয়া জুড়ে,
এক থেকে আরেক সত্যের সন্ধানে,
পথ ভোলা উপুরে সোজা পথে,
যেখানে যাওয়াটাই স্বাভাবিক।
ছূঁড়ে ফেলি বার্ধ্যকের সকল ছায়া,
আনি তোলে ফসলের ফরমান,
রঙ্গিন ক্যানবাসে এক দন্ড সুখ।
ছুটে চলি এক চিলতে দুনিয়া জুড়ে,
এক থেকে আরেক সত্যের সন্ধানে,
পথ ভোলা উপুরে সোজা পথে,
যেখানে যাওয়াটাই স্বাভাবিক।
একটি মন্তব্য পোস্ট করুন