মেঘলা আকাশ ।। Meghla Akash ।। বাংলা কবিতা ।। Bangla Poem

   জোছনা ভরা রাতে আমি তোমার গান শুনিতে চাই
গানের সুরে দহন লাগে তাইতো ফিরে যাই-
শূন্য মনে একলা ঘরে তোমায় শুধু ভাবি
এই হৃদয়ে আঁকা আছে যতনে তোমার ছবি,
তোমায় ভেবে গাঁথি মালা একটি ফুলের কলি
ওগো কন্যা আমায় রেখে কই যাও চলি
কবিওকবিতা

আসবে তুমি আমার ঘরে লাল শাড়ি গায়ে মেহেদি পড়ে
তোমার লাগী অনেক আশা যাবে কি তবে ঝরে ?
এই কাননে ফুলের মেলা যায় যে বয়ে অথৈই বেলা
তবুও তোমার আশায় আছি দিওনা অবহেলা
প্রদীপখানি নিভে গেলে কেমনে তোমার দেখা পাবো-
সাগর জলে ভেসে বেড়ানোর সাধ কভুনা মিটিবো
জানালার ধারে চোখের কোনায় ভাসে তোমার মুখখানি
লাজুক লতা কমলি হাতের পরশ ভুলেতো আমি যাইনি
শ্যামলে মাখা অঙ্গ তোমার বন্দরে দিলাম ভাসিয়া ভেলা
আমার ঘাটে অপেক্ষা করো চলিবে প্রেমের গতি চলা,
আমার দলে আমি রহিলাম তোমার আসার পালা
আলো ফুরিয়ে আঁধার এলো গভীর রজনী বেলা।
গগণের বুকে উঠেছিল সারি সারি তাঁরা
জানালার মত আরাল হল দিলনা আর যে সাড়া
শুনিনি আমি আর কোন দিন রজনী প্রহর মাঝে
রং বাহারীর সুর বয়ে যায় ঢাক ঢোল না বাজে,
তুমি নেই কাছে জীবনের মাঝে কিবা জীবনে আছে
দুঃখগুলো সাথী আমার আছে পিছে পিছে
নীরব ক্ষণে নির্জন মনে বিরহ বেদনার আভাস
কারো আছে বকুলেরর সুভাস আমার মেঘলা আকাশ।
                                                           তারিখ ও সময়:- ২৫-০৩-২০০৬,  ১১/১৫

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget