পাগলামি মন ।। Paglami Mon ।। Insane mind ।। বাংলা কবিতা ।। Bangla Poem


যারে দেখি মন বলে, দেখেছি তো তারে যেন পূবালে  
অনেক চেনা আদলে তা রাখা আছে,
কিছু কথার আংশিক পিছে
মন ভুলে, মন চলে, অন্যের সাথে
কিছু চেতনা মানসিক চিহ্নিতের পথে

যারে ভাবি তাতে মিছে ফিরি,
তুই তো আমাতে সেই রকমই আছিস ধরি
 



আয় এখানে যেখানে খুঁজি, না খুঁজে পাবার মুহূর্ত,
চৌধারে দেখা অস্পষ্ট রেখা, যেখানে মন ছোঁয়া আবর্ত
প্রেমারি যদি, তবে কেন বেদনায় থাকি,
অসহ্য লাগে বুঝিনি আগে, তোরে কেন ডাকি

যা যা তুই চলে, ভুল করে মন ভরি

যুদ্ধ হয়তো করি, মনের সাথে, তাতো নিছক নয় কী আশা ?
এই শহরে থাকা তার ছায়ায় খুঁজে ফিরি দিশা
তোরজোর ভেঙ্গে মনকে বুঝাই, সে কী আছে পিছনে ?
মিছে, কিছু নাই ছায়া কায়া মোর জীবনে

রুদ্ধ দরজায় করাঘাতে আহত হৃদয় বলি সরি


সাইফুল ইসলাম
০৪-০৮-২০১৯, ১৪-৩০

Next
This is the most recent post.
পুরাতন পোস্ট

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget