আমি রাখিনি নজর এই শস্য শ্যামল-
ফসল ভরা মাঠের পানে,
যেখানে লূকিয়ে আছে হাজারে হাজার-
কবির কবিতায় লেখা চয়ণ,
যার বাতাসে দেহ শীতল হয়
যে মাটির স্পর্শে অঙ্গ মধুময়,
ভোর বিহানে পাখপাখালি কলকাকলি।
আমি আমার সুরে মাটির গান গাইনি
আমি যাহার গান গেয়েছি
যাহার অঙ্গ মাখা ভেলায়
আমি পাল তুলেছি,
সে এক মানসী,
তাহার দু-চোখের চাহনি আমায়-
নীল গগণের দেশে টেনে নেয়
তবুও আমি তাহার পানে তাঁকিয়ে থাকি,
দেখি দু-নয়ন মেলিয়া
যাহা আজ অবধি দেখা হয়নি,
মনের মাঝে কল্পনায় জাগেনি।
বিধাতা কি রুপের রুপকারে-
তাহারে দিয়াছেন গঠন
আমি স্রষ্টাকে করি স্বরণ,
তাহার সৃষ্টির মহিমার উল্লাসে
সুনিপূণ কারুকাজের দানে
তাহার টানা দু-চোখের চাহনি
যেন চন্দ্রা মালতী বকুল ফুলের-
মৌনতায় ভরা।
আমি কাজের সন্দানে দূরে যাই
তবুও ক্ষণিক পরে আসি ফিরে-
তাহার টানে, তাহার এলোকেশের গন্ধে,
আমার মন বেলী ফুলকে ভুলে যায়
হারিয়ে ফেলি চেনা জানা পথ
সবই হয়ে যায় এলোমেলো।
এসো কন্যা কিছূ কথা বলো
আমার পানে এক নজর চাহিয়া
তোমার সত্ম হসত্ম মোর হসেত্ম রাখো।
ফসল ভরা মাঠের পানে,
যেখানে লূকিয়ে আছে হাজারে হাজার-
কবির কবিতায় লেখা চয়ণ,
যার বাতাসে দেহ শীতল হয়
যে মাটির স্পর্শে অঙ্গ মধুময়,
ভোর বিহানে পাখপাখালি কলকাকলি।
আমি আমার সুরে মাটির গান গাইনি
আমি যাহার গান গেয়েছি
যাহার অঙ্গ মাখা ভেলায়
আমি পাল তুলেছি,
সে এক মানসী,
তাহার দু-চোখের চাহনি আমায়-
নীল গগণের দেশে টেনে নেয়
তবুও আমি তাহার পানে তাঁকিয়ে থাকি,
দেখি দু-নয়ন মেলিয়া
যাহা আজ অবধি দেখা হয়নি,
মনের মাঝে কল্পনায় জাগেনি।
বিধাতা কি রুপের রুপকারে-
তাহারে দিয়াছেন গঠন
আমি স্রষ্টাকে করি স্বরণ,
তাহার সৃষ্টির মহিমার উল্লাসে
সুনিপূণ কারুকাজের দানে
তাহার টানা দু-চোখের চাহনি
যেন চন্দ্রা মালতী বকুল ফুলের-
মৌনতায় ভরা।
আমি কাজের সন্দানে দূরে যাই
তবুও ক্ষণিক পরে আসি ফিরে-
তাহার টানে, তাহার এলোকেশের গন্ধে,
আমার মন বেলী ফুলকে ভুলে যায়
হারিয়ে ফেলি চেনা জানা পথ
সবই হয়ে যায় এলোমেলো।
এসো কন্যা কিছূ কথা বলো
আমার পানে এক নজর চাহিয়া
তোমার সত্ম হসত্ম মোর হসেত্ম রাখো।
আমি জীবনের ক্লানত্ম মুছে নিব
সবুজ শ্যামলের মত রাঙিবো আমায়-
তোমার স্নিগ্ধতার অরণ্যে।
যদি আমায় কাছে টানো
আমি চাহিনা কিছু এ ভূবনে
তোমাতে মোর অঙ্গ রাখিবার লাগী-
ক্ষণিকের ভুবনে জায়গা দিও।
তারিখ ও সময়:- ২৬-০৯-২০০৫
সবুজ শ্যামলের মত রাঙিবো আমায়-
তোমার স্নিগ্ধতার অরণ্যে।
যদি আমায় কাছে টানো
আমি চাহিনা কিছু এ ভূবনে
তোমাতে মোর অঙ্গ রাখিবার লাগী-
ক্ষণিকের ভুবনে জায়গা দিও।
তারিখ ও সময়:- ২৬-০৯-২০০৫
একটি মন্তব্য পোস্ট করুন