ভাবি প্রভু তব নিপা অহর বন্দনা,
হেথা কাল ধরে জাগিনু মম জীবনা;
এই আপনা শুধু তোমা, নয় অন্যত্র
জনম ধরে আছি তাই যামিনী অছত্র।
হেথা কাল ধরে জাগিনু মম জীবনা;
এই আপনা শুধু তোমা, নয় অন্যত্র
জনম ধরে আছি তাই যামিনী অছত্র।
ফুল তরি বাঁধি ঘর, খেলাঘর তাহা,
রং মাখি সং খেলি হুতাশন যাহা;
বিবেক পায় না অলুপে, হৃদে ব্যাদন,
মরণ সেতো ভুলি কালে, মজি মিথ্যে পণ।
এ মোর শান্তনা, মোর তরে দেখা পথ
এসো কাছে নিয়ে যাও মোর মন রথ।
বিজলি যেথা, যাবো হেথা, ছুঁয়ে পাই না-
পাই যাহা অরুপ তাহা মরণ ঘৃনা।
রং মাখি সং খেলি হুতাশন যাহা;
বিবেক পায় না অলুপে, হৃদে ব্যাদন,
মরণ সেতো ভুলি কালে, মজি মিথ্যে পণ।
এ মোর শান্তনা, মোর তরে দেখা পথ
এসো কাছে নিয়ে যাও মোর মন রথ।
বিজলি যেথা, যাবো হেথা, ছুঁয়ে পাই না-
পাই যাহা অরুপ তাহা মরণ ঘৃনা।
দাও আমা নেই যাহা, বুঝি আজি সব
প্রভুর তরে নিজ সঁপি, ডাকি তব রব।
প্রভুর তরে নিজ সঁপি, ডাকি তব রব।
সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
তারিখ ও সময়:- ১১-০৩-২০১৭, ১৮-৩০
একটি মন্তব্য পোস্ট করুন