ধর্ম ।। Dhormo ।। The Religion ।। বাংলা কবিতা ।। Bangla Poem

পথিক চলেছে একা, পথে সবই তার অজানা,
দিশা দিবে কে, সে আপনা জানেনা।
নব শিশু আসে ঘরে সেথায় বসবাস,
তাতেই শিখে জীবন চলা সংগ্রামী অভিলাষ।
পাবে সে যাহা এই সংসারে
সেই নীতি বাঁচাবে তাহারে কবর অন্ধকারে।
হয় যদি বাবা মা যাযাবর,
 সন্তানও তাই হবে, হবে জন্মপর।

ধর্ম মানে কি ? শিখাতে হবে তারে,
সেই আদর্শে বড় হবে জন্ম জন্মান্তরে।
ইসলাম ধর্ম শান্তির ছায়া সুখ প্রবাহ বহে,
তাহার শুধা যে পান করে তার হৃদয়ে তাহা রহে,
ডাকবে তোমায় হাতছানিতে আগে পিছে ডানে বাম,
সত্যি কোনটা যাচাই করো কঠিন পরিণাম।

বিশ্বালয়ে যে রাখিলো ক্ষুধায় দিল খাবার,
তিনি মোদের সৃষ্টিকর্তা স্বরণ বারেবার।
ভুলে যেওনা মাটি থেকে করিলো সৃষ্টি মানব,
সেই তাহাতে জীবন দিল আরও দিল জব।
অনেক তাহার কার্য নাম আল্লাহ্ তার প্রধান,
দমে দমে ডাকো তারে দিবে প্রতিদান।

তিনি মোদের স্রষ্টা বিধি তিনি রিজিকদাতা,
তার মহিমায় বিশ্ব ললাট ভরাবে সজীবতা।
করো ইবাদত তাহার তরে দলিল হল কোরআন,
রাসূল(সাঃ) নামের আদর্শে রয়েছে সম্মান।
কোরআন আর হাদীস মিলে হল ইসলাম ধর্ম,
যে হারালো অনন্তকাল বুঝিলোনা তার মর্ম।
মানতে হবে মেনে নাও নয়তো সবই হারাও,
অনন্তকাল যেথায় রবে সেথায় কি কাঁদতে চাও?
বিপথে চলিছো তুমি বাধা দেবার নাই,
কোরআন হাদিস আসল পথ খোঁজে দেখ সবাই।

যত ধর্ম আগে পিছে সবই একটি অংশ,
ইসলাম ধর্মে পূর্ণ রুপ তারই হও বংশ।
পথের দিশায় দিল কত নবী রাসূল(সাঃ) মোদের,
যে জন মানে তাদের কথা সফল হল তাদের।
জন্মের পর সন্তানকে শিখাও হাদিস কোরআন,
পরজনমে থাকবে সুখে পাইবে সম্মান।
গ্রহ করো যদি কখনো  ইসলাম যেখানে নাই,
ভেবে নিও ধ্বংস তোমার রক্ষা কভু নাই।

কথা বল আর কাজ করো যখন যেখানে,
সবই বিধাতা, লুকাবে কোন বনে ?
ব্যবসা করো হালাল ভাবে ভেজাল কেন দাও,
জান্নাত দোযক কোথায় যাবে কোন পথটি চাও ?
স্রষ্টার ইচ্ছায় সৃষ্টি আপনা এমনি আসনি,
তাহার দ্বীন না মেনে কভু রক্ষা আছে নি?
দিশার লাগী হাদিস কোরআন, তাতো বুঝনি,
দহন কত জ্বালার হয় ভেবে দেখনি।
ভেবে দেখ মন মানব জাতি,
কোনটি তোমার জীবন ধর্ম কোনটি তোমার সাথী।

অবহেলার নয় ছোট্ট জীবন,
রিক্ত হস্তে যেওনা তুমি, হয়না যেন মরণ।
ইহা শেষ ছিল প্রথম, অন্যসব মিছে,
সত্যের পথ আকঁড়ে ধর, মুক্তি আপনার আছে।

সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
তারিখ সময়:- ২৪/০৭/২০০৫,  ২০-৩৫

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget