শশী শ্যামা লহি বিপন মূধন রবি
শ্যামল ফলনে মধু বাও তব নিত্য,
দামিনী ফেনায় রঙ্গ তেলি যত সবি
দর্শে তিলরামে অপূর্ব ছান্দনিকত্য।
পূর্ণতা প্রিতি যদকামি স্বিগ্ধ ধিরবি-
দর্পি আত্মে কামি লহি, নহে তো অসত্য,
বেলা মধুর সৃজনে দোলনে নিপবি,
মেলি আপনা তন্দ্রিকালে পূষ্পক রপ্ত।
শ্যামল ফলনে মধু বাও তব নিত্য,
দামিনী ফেনায় রঙ্গ তেলি যত সবি
দর্শে তিলরামে অপূর্ব ছান্দনিকত্য।
পূর্ণতা প্রিতি যদকামি স্বিগ্ধ ধিরবি-
দর্পি আত্মে কামি লহি, নহে তো অসত্য,
বেলা মধুর সৃজনে দোলনে নিপবি,
মেলি আপনা তন্দ্রিকালে পূষ্পক রপ্ত।
হায় ফেলি, চলি, কোথা মোর পথ খানি ?
যাবোনি ? যায় কেন হায় প্রান্তল ঢালা,
খোলসি কাঁদে, ধরনীর কাঁধে অতলা,
ফেলিয়া যেতে কঙ্কিত কাঁপে মায়াবিনী।
অদর্পে রহি যাইবার যাই যথার্থে,
তিমিরে লঙ্কা, দেহ লূটে অপূর্ণ তির্থে।
সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
তারিখ ও সময়:- ১৩/০৩/২০১০, ২১-৩৭
যাবোনি ? যায় কেন হায় প্রান্তল ঢালা,
খোলসি কাঁদে, ধরনীর কাঁধে অতলা,
ফেলিয়া যেতে কঙ্কিত কাঁপে মায়াবিনী।
অদর্পে রহি যাইবার যাই যথার্থে,
তিমিরে লঙ্কা, দেহ লূটে অপূর্ণ তির্থে।
সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
তারিখ ও সময়:- ১৩/০৩/২০১০, ২১-৩৭
একটি মন্তব্য পোস্ট করুন