দেখিতে ভেলায় ভাসে পদ্দপাতা কলি,
ধ্বর্ণিবে জগৎ আশে নেশা যার ঝুলি
আবরে কামড় হিম্মতে দরিয়া পাল-
রক্তেরা নাঁচে আত্মে তনু জিন্দা দামাল।
লাশ ছোঁবে তোলরাম দ্বারে চিহ্ন খেলা-
বেঁচে থাকা নাহী লুটায় আশে জপিলা।
কী দুঃখ সুখ আশে এই জিন্দা বোলে ?
কাঁন্না কভু পক্ষের বিপক্ষ, নেশা দোলে।
তবুও থামে একটা তাসে, সমীরণে,
খোঁলা মাতে লুটপুটি, যথা তথা প্রাণে,
নির্ভিতে রহে মরণা, যেতে পায় যেথা-
জীবন এভাবে যেতে থাকে নিত্য গাঁথা ।
দূরে নহে জীবন সঙ্গিতি, দ্বারে মনা-
মৃত্তিকায় মিশে তবে তার দেহ বোনা।
সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
তারিখ ও সময়:- ২০/০৩/২০১০ ০৯-৪০
একটি মন্তব্য পোস্ট করুন