দর্শন ।। Dorshon ।। The Vision ।। বাংলা কবিতা ।। বাংলা সনেট

নয়ন নীলাক্ষে, বহুরুপি দর্পচূড়া,
ফেলুকায় ফলি, যামিনী উন্নত ধাপে-
আকুপায় আশে বিশতাম্য সুরপাড়া
পন্থে পিনা নজর র‌্যালি চলে সঙ্গপে।
আলোকে জগৎ ধারা রুপে তিল তাঁরা
গঠিত কূলে কূলধারা নাঁচে স্বলুপে,
দেখা মর্মে ভোর দিপ্ত পাথে চলধারা-
তিমির রাহে রৌদ্রে কাফা রজনী কাঁপে।

থাকি যায় যথা নায়, অন্যপানে নাহী,
আলোকায় সুরগাঁথা বর্নিল পয়রি-
আত্মা দোলে কামিনায় বসন্ত সর্পিরি
যদতায় মরি হায় যেন কুঞ্জে রহি।
কাল পায় নিশুল্লি আলো আপে মনায়,
থাকি আসরে মরণায়, অনন্ত সায়।
 
সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
তারিখ ও সময়:- ১৩/০৩/২০১০,  ২১-৫৭

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget