যুবক ।। Jubok ।। The Young Man ।। বাংলা কবিতা ।। বাংলা সনেট

করি যায় হিম্মায় শিরবাহু উপরি,
ঈষান বায়ুকালে অনল তোলরাম-
জমপোড়ে পাতালে জপানি রুদ্ধসারি,
ঝলসে তেজে গন্ধনালা উল্কিত শ্যাম।
পাঁজড়ে ছল্লা জপানি কূলে দম তরী,
ভাসে পদ্দপলা, বুলেট কাঁপে তলাম-
যারে যথা হুঙ্কারে প্রলায় খাদে ভরি
চূরমার সবি আসুপায় সপিঁলাম।

থাকেনা, ফুরিলি হায় লোহানি তামানা,
কূলসায় ভয় পায় মৃত্যু ফোয়াতায়-
নিশ্চল নিরাকা পিঙ্গল রূপ কূলায়
খেলা ভরি অন্যে চলি অন্য ঘরে মনা।
ভঙ্গুর দেহ, দহনে ক্লান্ত, কৃষ্ণকাল
ক্ষুধিয় ধারা নির্মমে যায়, যাবে বেলা।

সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
তারিখ ও সময়:- ১৩/০৩/২০১০,  ২২-১৪

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget