উলুটপালট ।। Ulotpalot ।। The Unstate ।। বাংলা কবিতা ।। Bangla Poem

কভু নয়, হওয়ার নত শির,
বিধ্বংসি ঝংকার আমি ভাঙবো শোষ নীড়।
মম সুর বাধার বিপক্ষে কে ?
প্রস্তুত আমি লড়তে সাথে ঠেকাবে আমায় যে ।
আমি রিক্ত তবু চাই মুক্তি তাঁদের
স্বাধীনতা পাবে বুক ভরে নিঃশ্বাস সুখের।

আমি দখিন থেকে শিহরনের ছায়া,
আমি দেই ফিরিয়ে পাওনা
আমার আছে সুখ দুঃখের মায়া।
আবার হতে পারি অনল ফুলকি,
ছাই করিবো মিশিয়ে দিব শোষণের ধামকি।
প্রকাশ করেছি আপনা-
এই আমার দ্রোহী বাণী,
শোনো তোমরা যারা বঞ্চিত দুখিনি।

এখনো আঁধার ঘরে বসে আছো ?
রক্ত জমেনা কীকি নয়ন কোনায়-
বন্দি ভেঙে আলোকি দেখেছো ?
ভেবনা, ভয় রেখ না অন্তর মাঝে,
সমুখে তাঁকাও দেখ দাঁড়িয়ে-
মুক্তির নিশানা বাজে।
আজ উদিত হবে সূর্যের আলো,
নয় মিশে যাবো ধূলায়-
যে বহুত ভালো।

সাহস, তাহা মানেনা কোন বাধা
নির্ভয়ে চলে অগ্রপথে অগ্রসরে,
সে আসে বারবার, প্রকৃতিতে
বুকের মাঝে বাঁচিবারে।


সাইফুল ইসলাম

ঘাটাইল, টাঙ্গাইল

তারিখ সময়:- ২৪/০৭/২০০৫, ১৪-২৫

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget