শ্রেষ্ট
রূপায় শিরকলা উন্নত শির,
কাফনে করে দামারি,
জিন্দানি পয়রা,
মনাশীল রক্তে ধরে হিমাদ্রি সুপির
কর্মে দামারি, আগুসায়, পন্থে তাহার ।
যাদব তলায় দেয় প্রেম, ঝিলে নীড়-
আর্বে আবধারা সৃষ্টি উচ্চে, কর্ম নাড়া,
কূলমারি বিশাতলে হিম্মত আবির,
যথা মিলে ধূসর ভাঙ্গি আনি যে হীরা।
মনাশীল রক্তে ধরে হিমাদ্রি সুপির
কর্মে দামারি, আগুসায়, পন্থে তাহার ।
যাদব তলায় দেয় প্রেম, ঝিলে নীড়-
আর্বে আবধারা সৃষ্টি উচ্চে, কর্ম নাড়া,
কূলমারি বিশাতলে হিম্মত আবির,
যথা মিলে ধূসর ভাঙ্গি আনি যে হীরা।
কোথা সায় মম শির, লুটে ভঙ্গ গোড়ে,
মানুষি হারা কর্মধারা লাশের আশা-
পূর্ব পরে অমিয় তালাশে ঢের নেশা
ফালুকায় জীর্ণ জমিনায় রহে পড়ে।
ছায়াহীন অবর্নিয় অজিন্দার বায়,
যথাকার ধারা সাম্যে, অনন্ত গুহায়।
মানুষি হারা কর্মধারা লাশের আশা-
পূর্ব পরে অমিয় তালাশে ঢের নেশা
ফালুকায় জীর্ণ জমিনায় রহে পড়ে।
ছায়াহীন অবর্নিয় অজিন্দার বায়,
যথাকার ধারা সাম্যে, অনন্ত গুহায়।
সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
তারিখ ও সময়:- ১৪/০৩/২০১০, ১২-২০
একটি মন্তব্য পোস্ট করুন