মানুষ ।। Manush ।। The People ।। বাংলা কবিতা ।। বাংলা সনেট

শ্রেষ্ট রূপায় শিরকলা উন্নত শির,
    কাফনে করে দামারি, জিন্দানি পয়রা,
মনাশীল রক্তে ধরে হিমাদ্রি সুপির
    কর্মে দামারি, আগুসায়, পন্থে তাহার ।
যাদব তলায় দেয় প্রেম, ঝিলে নীড়-
    আর্বে আবধারা সৃষ্টি উচ্চে, কর্ম নাড়া,
কূলমারি বিশাতলে হিম্মত আবির,
    যথা মিলে ধূসর ভাঙ্গি আনি যে হীরা।
  কোথা সায় মম শির, লুটে ভঙ্গ গোড়ে,
    মানুষি হারা কর্মধারা লাশের আশা-
    পূর্ব পরে অমিয় তালাশে ঢের নেশা
ফালুকায় জীর্ণ জমিনায় রহে পড়ে।
    ছায়াহীন অবর্নিয় অজিন্দার বায়,
        যথাকার ধারা সাম্যে, অনন্ত গুহায়।


   সাইফুল ইসলাম
ঘাটাইল, টাঙ্গাইল
তারিখ ও সময়:- ১৪/০৩/২০১০,  ১২-২০

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget