প্রার্থনা ।। Parthona ।। বাংলা কবিতা ।। Bangla Poem


কবিওকবিতা
এ আর এমন কী জীবন !
যদি ভাবি তা নিয়ে তবে তা অসীম পেরিয়ে যাবে,
আর নয়তো এক খন্ড তুলোর মত বাতাসে উড়ে যাবে ।

হরেক রকম চাহিদায় সেই জীবন ভালো কিংবা মন্দের দিকে যায়,
তখন সে কি জানে না কিছু কথা,
যা অবুঝে রাখলে ভবিষৎ জীবন অন্ধকারে নামবে ।

এর আর এমন কী জীবন !
মানুষ তাকে নিয়ে খেলে আর খেলে,
উহ্‌ ! কী কথা বলব আমি এই ছোট্ট মনে তা নিয়ে ?

আগুন আর আগুন, ওহ্‌ মাই গড !
আমায় বাঁচাও আমাদেরকে বাঁচাও হে প্রভু,
শ্রেষ্ট সেরা জীব হিসেবে এ আমার প্রার্থনা ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget