এ আর এমন কী জীবন !
যদি ভাবি তা নিয়ে তবে তা অসীম পেরিয়ে যাবে,
আর নয়তো এক খন্ড তুলোর মত বাতাসে উড়ে যাবে ।
হরেক রকম চাহিদায় সেই জীবন ভালো কিংবা মন্দের দিকে যায়,
তখন সে কি জানে না কিছু কথা,
যা অবুঝে রাখলে ভবিষৎ জীবন অন্ধকারে নামবে ।
এর আর এমন কী জীবন !
মানুষ তাকে নিয়ে খেলে আর খেলে,
উহ্ ! কী কথা বলব আমি এই ছোট্ট মনে তা নিয়ে ?
আগুন আর আগুন, ওহ্ মাই গড !
আমায় বাঁচাও আমাদেরকে বাঁচাও হে প্রভু,
শ্রেষ্ট সেরা জীব হিসেবে এ আমার প্রার্থনা ।
যদি ভাবি তা নিয়ে তবে তা অসীম পেরিয়ে যাবে,
আর নয়তো এক খন্ড তুলোর মত বাতাসে উড়ে যাবে ।
হরেক রকম চাহিদায় সেই জীবন ভালো কিংবা মন্দের দিকে যায়,
তখন সে কি জানে না কিছু কথা,
যা অবুঝে রাখলে ভবিষৎ জীবন অন্ধকারে নামবে ।
এর আর এমন কী জীবন !
মানুষ তাকে নিয়ে খেলে আর খেলে,
উহ্ ! কী কথা বলব আমি এই ছোট্ট মনে তা নিয়ে ?
আগুন আর আগুন, ওহ্ মাই গড !
আমায় বাঁচাও আমাদেরকে বাঁচাও হে প্রভু,
শ্রেষ্ট সেরা জীব হিসেবে এ আমার প্রার্থনা ।
একটি মন্তব্য পোস্ট করুন