নীশিতে নীশিত, অতঃপর অন্ধকারের ঘোর,
ছুটে চলেছে কালো কাহিনীর দেশ,
মানুষেরা ঘুমিয়ে পড়েছে,
ঘুমিয়েছে সব উদ্ভিদ ও প্রাণীকূল পৃথিবীর;
ঘুমাইনি আমি, ঘুমায়নি আমার চোখদ্বয় ।
আমি তখন খুঁজে ফিরি বাতাসের মাঝে তন্ময়,
আবছায়ায় নাগাল পাই এক জোড়া হাতের ।
আমায় দেহে এসে সুর-সুরি দিচ্ছে
আমায় কাতুকতু দিচ্ছে,
এ এক পরম পাওয়ার সুখ, সুখান্তর ।
সব কিছু মিলিয়ে যাচ্ছে তার আলোকিতে
সব কিছু ব্যর্থতায় কেঁদে যাচ্ছে তার দেখায়,
আমি আর সে, আমরা এবং আমরা
চির জীবনের এক অবিচ্ছেদ অংশ,
রক্তের সাথে রক্ত
ঠোঁটের সাথে ঠোঁট
মনের সাথে মন ।
একটি মন্তব্য পোস্ট করুন