বাবা, আমায় একটা রঙ্গিন সার্ট কিনে দিবে ? ।। Baba, Amay Akta Rongin Shart Kine Dibe ? ।। বাংলা কবিতা ।। Bangla Poem

কবিওকবিতা

সেই ছোট্র বেলার কথা মনে আছে,
মনে আছে বাবা আমাদের দুই ভাইকে হাটে বসা
নাপিতের সামনে বসিয়ে তাঁকে চার টাকা দিয়ে বলতেন-
"এই লও মাথার চুলগুলো একেবারে খাটো করে দিও ওদের" ।
বাবা চলে গেলে নাপিককে বলতাম, বেশী খাটো কিন্তু করবেন না ।
পরের দিন আয়নায় দেখি, চুল কাটা একদম খারাপ হয়েছে ।
ভাবতাম, স্কুলে গেলেও তো সহপাঠিরা নানা কথা বলবে,
দুঃখের কথা কাকে বলব ?
চুল বড় না হওয়া পর্যন্ত আর স্কুলে যাইনি;
যদিও লোকটার কাছে অনেকবার চুল কাটিয়েছি, এতো খারাপ করেন নি ।
সেই দুই টাকার চুল কাটানোর কালটা পেরিয়ে গেছে,
এখন বিশ টাকার নিচে হয়না ।
বাবা ছোটকাল থেকেই আমাদের দুই ভাইকে এক চোখে দেখতেন,
কারো প্রতি কম বেশী করতেন না ।
খাবার সময় মাছের মাথা দুটো না হলে কাউকেই
দিতে দিতেন না, এমন কী রান্নার করতে দিতেন না।
ডিম রান্না একটা হলে দুই ভাগ করে দিতেন, আর উনারা ভর্তা দিয়ে খেতেন ।
ঈদের দিন দুই জনকে দুই টাকা করে দিতেন,
তখন অবশ্য উহার মূল্য বর্তমানের মত ছিল না ।
সার্ট কিনে দিলে একই রঙের দুটো কিনে দিতেন, কারণ একটাই-
কেউ যেন বলতে না পারে ওরটা ভালো আমারটা ভালো না ।
বাবা স্বপ্ন দেখতেন দুই ছেলেকেই উচ্চ শিক্ষিত করবেন,
দুই ছেলের জন্য যৌতুক বিহীন দুটো লাল টুকটুকে বউ আনবেন ।
বাবার ধ্যান ধারনাটা সত্যিকারে ভালো ছিল, রাগী স্বভাবের
লোকটার মনে যে এতো ভালো কিছূ থাকতে পারে ভাবা যায় না ।
এখন আমরা বড় হয়েছি, চাকরি করি, বিয়ে করেছি ।
বাবাও বিদেশ থেকে দেশে এসেছেন, এখন মজার করার জন্য বাবাকে বলি,
বাবা, আমায় একটা রঙ্গিন সার্ট কিনে দিবে ?
বাবা বলেন, বাজান ? এখন তো কামাই করতে পারি না,
আমাকেই আরো তোমায় কিনে দিতে হবে ।
বুঝতে পারলাম বাবা কথাটায় কষ্ট পেয়েছেন,
তারপর আর কখনো মজার ছলেও অমন কথা বলি নি।
২৪-০২-২০১২

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget