শেষের কবিতা ।। Shesher Kobita ।। বাংলা কবিতা ।। Bangla Poem

কবিওকবিতানক্ষত্রের আলোছায়া এদিক সেদিক উড়াউড়ি করে,
 এক খন্ড ফালি চাঁদ রাতের ঘোর কাটিয়ে মিষ্টি আলো দেয়,
এক দল মানুষেরা তখন আকাশে তাঁকিয়ে হাসি কান্নার আলাপ করে।

এ এক বিশাল জয়গান, বিশাল প্যান্ডেলের জয়ধ্বর্নি,
চেতনার ভিতরে সুপ্ত অসীমতা,
আলোর আস্তরনে ভর করা মৃদূু বাতায়ন।

সকালে ঘূম ভাঙা দুনিয়ার জমিনে নতুন করে বাঁচার আশা
সন্ধ্যায় অলসতার টানে আবার ঘুমে মজে থাকা প্রহর,
যায় দিন, আসে রাত, এভাবে ফুরাবে বেলা,
এক দিন হবে সবের শেষ, রবে শুধু দাউ দাউ পয়ার।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget