আমি এক কবি, লেখি সবার সবি
ঝরা ফুল জাগাতে ফুলকলি ফোঁটাতে,
গেয়ে যাই গান আমি স্রষ্টার আঙ্গিনাতে
খোঁলে যায় বাতায়ন ভোরের আলোকা রবি । (॥)
প্রেম প্রিতি ধরণীর, আরো কত কাহিনী দেয় ধরা
আলো কালো দেয়ালের প্রতিবিম্ব চেহারা,
সুখদুঃখ পাশে থাকে রয়ে যায় আমরণ
তাহাও কবিতায় ফোঁটে আবেগি মন,
লেখি ছায়া হয় কায়া থামিতে চায় না
কবে শুরু, শেষ হবে স্রষ্টাবিনা জানি না,
বিশ্ব দুয়ার, যাবে কতদূরে , আমার ছিল তাতে এই দাবি (॥)
আলোছায়া মুখরিত যাহা হয় তাও লেখি
আমি কি জানতাম এমন হবো কাব্য আঁকি,
এ বুকে ভয় হয় হারিয়ে ফেলি যদি গান
কি ভাবে থাকবো সঙ্গিহারা স্বপন হবে ম্লান,
যে অবধি থেকে যাই কবিতায় দামিনী
পরাহত করো না ওগো প্রভূ মোর লেখনী,
বিশ্ব দুয়ার, যাবে কতদূরে, আমার ছিল তাতে এই দাবি (॥)
পাই যদি ছুটি, হয় মোর জুটি, ছন্দের ইশারা
খোঁলে দেই ভাবনা ডায়েরিতে কথার ধারা,
কবর মরণ দাফনের কথা লিখে যাই
ধনী গরিব ধনমান কতকাল তাহা জানাই,
উঁচু নিচু খুব কাছে বেধাবেধ অমানুষি রুপ
কবিতায় রাঙ্গি দেই সেই ধারার বহুরুপ
বিশ্ব দুয়ার, যাবে কতদূর, আমার ছিল তাতে এই দাবি (॥)
একটি মন্তব্য পোস্ট করুন