দুঃখ আসে জীবনে, দুঃখ আসে রক্তের বুকে,
মিশে যায় মহাকালের ঘুম-শাখে কাল বৈশাখের মত,
দিয়ে যায় অনন্ত দগ্ধপিনা ।
কাঁদে মানুষ, কাঁদে জীবন', কাঁদে সারাজাহান,
উতালা হয়ে যায় আসমান জমিন,
এলোমেলো হয়ে যায় সকল ফুলের বাগান ।
সূভা হারিয়ে যায় প্রকৃতির বুক থেকে,
জীবন হারিয়ে যায় জীবন থাকার জায়গা থেকে,
রেখে যায় অরাখার হতাশা।
একটি মন্তব্য পোস্ট করুন