প্রেমের কালটা বদলে গেছে,
নিয়মের মাঝেও তার অনেকটা পরিবর্তন,
সুন্দর ও কুৎসিতের মাঝে প্রেমটা নেই বললেই চলে ।
বলা চলে ছিল, কিন্তু চলে না, থাকবে,
সেই মুখ দেখা কালের প্রেমের কাহিনী এখন হাস্যকর,
যাঁরা নাকি ওতেই অনন্ত- সুধা পেতেন,
ভোরে কূয়াশা কেটে সকাল হতো সেই প্রেমের তেজে ।
এখন অর্ধনগ্ন মেয়েরা মন্তব্য করে, অদৃশ্য প্রেম দিয়ে কী মন চলে ?
তারা পছন্দ করে নিয়েছে নগ্নতাই বিনোদন,
নগ্নতাই প্রেমান্তর,
তার মাঝে হালকা ছায়া বৃত্তের নেশার জুয়ারী ।
একটি মন্তব্য পোস্ট করুন