নেশা ও কবিতা ।। Nesha O Kobita ।। বাংলা কবিতা ।। Bangla Poem

কবি ও কবিতা


মদের বোতলে নেশার বাইপাস সড়ক থাকে,
দুই বা একাধিক দিক থেকে আসা সড়কের গাড়িগুলোতে-
ড্রাইবার ও হেল্পারদের হাঁকা হাঁকিতে পরিবেশটা ভালোই লাগে।
সপ্তাহে সপ্তাহে ভাড়ার পরিবর্তন,
তেলেল দাম দশ পয়সা কিঃমিঃ প্রতি বাড়লে
তারা বাড়ায় পাঁচ টাকা থেকে দশ বিশ কিংবা পঞ্চাশ টাকা ।
বড়ই খূশির খবর আর কিছূটা নীরব চাঁদাবাজী,
বাংলা সিনেমাগুলোতে দেখা যায় কিছূটা প্রতিবাধ করতে,
কিন্তু বাস্তবে নেই । যোগাযোগ মন্ত্রি সাফাই গান,
“আমার কাছে কোন অভিযোগ আসে নি, আসলে ব্যবস্থা নেবো”

গাঁঁজার বোতলে মরণের ইশারা ডেকে যায়,
সন্ধ্যার পর শহরের অলিগলিতে দেখা মেলে এমনটা,
কখনো ব্যাস্ততম এলাকায় ।
 পাশেই পুলিশ দাঁড়িয়ে তাঁদের সিকিউরিটি দেন,
দায়িত্ব বলে একটা কথা আছে না ?
শুধুই ভালোর কাছে তারা থাকবে তা কি হয় ?
একটু খারাপ মেশালে মন্দ কি ?

দোলে মানুষ জাতি দোলে মৃত্যু দোলে বাংলাদেশের ভবিষৎ,
আর দুলি আমরা ক’জন কবি,
সিগারেট হাতে টেবিলের উপর দোলে বাংলার সাহিত্য
আর ভুলে যাই নজরুল ও রবীন্দ্রনাথকে ।
নবীনতর পোস্ট
Previous
This is the last post.

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget