ঘুমিয়ে পড়ি, মরণের চেয়ে কম কিসে ?
চোখদ্বয় বন্ধ হয়ে যায়,
দুনিয়ার আলো বাতাস তখন যেন কিছু বুঝি না ।
স্বপ্ন দেখতে থাকি,
তা কখনো কালো কিংবা সাদা হয়
কখনো কখনো তা মনে রাখার মত হয় না ।
ঘুম থেকে জেগে মনে হয় কিছূ দেখলাম
অথচ কি দেখলাম তা মনে নেই
তা ভাবতে ভাবতে আবার ঘূমিয়ে পড়ি।
ঘুম আর ঘুম
আবার নতুন করে নতুন ভাবে জাগি,
নতুন কাজে মন বসাই
ঝরে যায় ক্লান্তির ধকল ?
ফিরে আসে শরীরে এক মুঠো চেতনা ।
ঘুমিয়ে পড়ি, অনন্ত- যাত্রায় মরণ নয় কি ?
চোখদ্বয় বন্ধ হয়ে যায়,
আখিরাতের আলো বাতাস তখন কোথায় চলে যায় জানি না।
স্রষ্টাকে জপকে থাকি,
তা তখনের জন্য ব্যর্থ কিংবা অস্বার্থক
ঐ জপনামা কোন কাজেই আসবে না ।
ঘুম থেকে মনে হয় স্রষ্টাকে দেখলাম
অথচ হাত দিয়ে ধরলে পাই না
ডানে বামে তাঁকিয়ে আবার ঘূমিয়ে পড়ি ।
ঘুম আর ঘুম
আবার নতুন করে নতুন জবাবদিহি,
নতুন ভাবে সাক্ষীর পালা
ভয় ভয়ে অনন্তকাল ?
অতঃপর সুখ নয়তো কষ্ট ।
০৯-০১-২০১২
একটি মন্তব্য পোস্ট করুন