আমি সেই আলো বুকে বেঁধে রাখি ।। Ami Sei Alo Buke Bedhe Rakhi ।। বাংলা কবিতা ।। Bangla Poem


কবিওকবিতা
আমার বুকের ভিতর একটা স্বাধীনতার বস্তা আছে
রংটা তার হরেক রকমের,
যদি বলি নীল হয়ে যান তিনি তাই হন
যদি বলি কালো হন তবে কিছূটা গড়িমসি করলেও হন ।
গড়িমসি করার ক’টা কারণ আছে,
স্বাধীনতা মানে তো নতুন কোন কালো অধ্যায় নয়
যেখানে কান্নার আহাজারি পড়ে যাবে !
কোন প্রেমের স্বপ্নেরা হতাশায় ভুগবে !
নতুন কোন কালোর উথান হবে !

আমার বুকের ভিতটা কেমন যেন গর্বে ভরে উঠে,
আমি সার্টের বোতাম লাগিয়ে তা ঢেকে রাখতে চাই
তিনি তবুও কখন যেন খূঁলে ফেলেন,
কিন্তু কে খূঁলে ফেলেন ?
আমি কি তাঁকে যতনে রাখিনি ?
নাই বা পারলাম তাঁকে দুধ কলা খাওয়াতে !
শীতের সময় দামী কম্বলের নিচে শোয়াতে ! 

বের হওয়ার ক’টা কারণ আছে,
স্বাধীনতা মানে তো কোন বন্দির অধ্যায় নয়
যেখানে সবাই বন্দি রবে !
সব ভালোবাসার মরণ হবে !
মা মাটি ও মানুষের মৃত্যু হবে !
তাহলে স্বাধীনতা কি ?
তা তো মেয়েদের সর্ট কার্ট কাপড়ে চলাফেরা নয় !
বুকের ওড়না ঘাড়ে ঝূলানো নয় !
টাকনুর কাপড় হাটুতে তোলা নয় !

স্বাধীনতা মানে ফূল।
ফুলের ধর্ম কখনও অফুল নয়,
তাই স্বাধীনতার মানে পবিত্রতা
নতুন ভাবে বাঁচার চেতনা
যেখানে আঁধারের ভাব নেই
শুধুই আলো আর আলো।
আমি সেই আলো বুকে বেঁধে রাখি ।

                                                                               ০৩-১২-২০১১

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget