আমার বুকের ভিতর একটা স্বাধীনতার বস্তা আছে
রংটা তার হরেক রকমের,
যদি বলি নীল হয়ে যান তিনি তাই হন
যদি বলি কালো হন তবে কিছূটা গড়িমসি করলেও হন ।
গড়িমসি করার ক’টা কারণ আছে,
স্বাধীনতা মানে তো নতুন কোন কালো অধ্যায় নয়
যেখানে কান্নার আহাজারি পড়ে যাবে !
কোন প্রেমের স্বপ্নেরা হতাশায় ভুগবে !
নতুন কোন কালোর উথান হবে !
আমার বুকের ভিতটা কেমন যেন গর্বে ভরে উঠে,
আমি সার্টের বোতাম লাগিয়ে তা ঢেকে রাখতে চাই
তিনি তবুও কখন যেন খূঁলে ফেলেন,
কিন্তু কে খূঁলে ফেলেন ?
আমি কি তাঁকে যতনে রাখিনি ?
নাই বা পারলাম তাঁকে দুধ কলা খাওয়াতে !
শীতের সময় দামী কম্বলের নিচে শোয়াতে !
বের হওয়ার ক’টা কারণ আছে,
স্বাধীনতা মানে তো কোন বন্দির অধ্যায় নয়
যেখানে সবাই বন্দি রবে !
সব ভালোবাসার মরণ হবে !
মা মাটি ও মানুষের মৃত্যু হবে !
তাহলে স্বাধীনতা কি ?
তা তো মেয়েদের সর্ট কার্ট কাপড়ে চলাফেরা নয় !
বুকের ওড়না ঘাড়ে ঝূলানো নয় !
টাকনুর কাপড় হাটুতে তোলা নয় !
স্বাধীনতা মানে ফূল।
ফুলের ধর্ম কখনও অফুল নয়,
তাই স্বাধীনতার মানে পবিত্রতা
নতুন ভাবে বাঁচার চেতনা
যেখানে আঁধারের ভাব নেই
শুধুই আলো আর আলো।
আমি সেই আলো বুকে বেঁধে রাখি ।
০৩-১২-২০১১
একটি মন্তব্য পোস্ট করুন