একটা সকাল II Akta Sokal ।। বাংলা কবিতা ।। Bangla Poem

কবিওকবিতা

কূয়াশার চাদরে ঢেকে গেছে সকালটা,
দুপা ফেলে ঘাসের ওপর দিয়ে হাঁটতে বেড়িয়েছি
গায়ে ছেঁড়া ময়লা ভরা নীল সার্ট,
সার্টের বুকের ছয়টা বোতামের চারটাই নেই।
নীলিমা বলেছিল তার কামিজের দুটো বোতাম আমায় দিবে,
সেই জন্যে তার বাড়িতে আজ আমার এই যাত্রা ।
কিন্তু কেমন যেন মনে হচ্ছে !
এই সকালে শুধু বোতামের জন্য তার কাছে যাওয়া কি ঠিক হচ্ছে !
ওর আবার রাত জেগে টিবি দেখার অভ্যেস ।
গত রাতে কি টিবি দেখেছে ?
আমাকে দেখে বিরক্ত হবে না তো ?
ফিরে যাবো ?
নাহ্‌ থাক ! কিছু বলে বলুক, আপনজনই তো বলবে ।
বাড়ির উত্তর পাশে আমি দাঁড়িয়ে আছি,
কখন তার ঘরের জানালাটা খুঁলবে !
কখন বোতামের জন্য আমায় তার ঘরে ডাকবে !
ও কি তার বিছানায় আমার এই ছেঁড়া কাপড়ে বসতে দিবে ?
আবার ভিক্ষুক ভেবে আমায় দু মুঠো চাল দিয়ে বিদায় করবে না তো ?
তা কি হয় ? বলবো আমি অপু, সার্টের বোতামের জন্য এসেছি।

২৬-১১-২০১১

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget