এই জীবনে II Eai Jibone ।। বাংলা কবিতা ।। Bangla Poem


কবিওকবিতা

কেউ ফুল হাতে আমার পানে এগুই নি,
বলেনি একবারও তোমায় ভালোবাসি।
স্কুলে বেলায় দেখেছি আমার সহপাঠিরা সুন্দুরি মেয়েদের হাত ধরতো,
কখনো তাদের ওড়না ধরতো,
আরও কিছু করতো,
তবুও তারা বাধা দিতো না ।
কিন্তু আমি কিছূ বলতে গেলেই গালাগাল শুনতে হতো,
এমন কি মেয়েরা তাদের পায়ের জুতো খূঁলতে চাইতো ।
আমি বাধ্য হয়ে বলতাম, সরি,
আর অমন হবে না ।
এতো বছর পর সেদিন একজনকে বললাম, পেরেম চাই ।
আমার বুকের কাঁপুনি না থামতেই
দেখি মেয়েটি বত্রিশটা দাঁত বের করে বলছে,
এই মাগির পুত ?
 আমার এই শরীর এক জনের রেজিষ্টিরি করা
তুই নতুন করে আবার করতে চাস ?
আমার ভাগ্যাটই খারাপ,
যাকে কিছু বলি সেই অমন করা থাকে ।
এখন আর কাউকে কিছূ বলি না
কী দরকার আছে বলার !
বলার আগেই তো বউয়ের থে পাচ্ছি
তা ওদের চেয়ে মন্দ তো নয়
বরং পিওরিটি, নিজেই তার সিকিউরিটি
১১-০১-২০১

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget