এক দন্ড সুখ চাই II Ak Dhondro Shukh Chai ।। বাংলা কবিতা ।। Bangla Poem

কবিওকবিতা

আমার ইচ্ছে করে তোমার বুকে
ঘুমিয়ে এক দন্ড সুখ নিতে,
পৃথিবীর কোথাও গিয়ে আমি অমন সুখ পাইনি,
ছোট বেলায় শোনতাম মায়ের বুকেই নাকি শ্রেষ্ট সুখ নিহিত,
তা অবশ্য মিথ্যে নয় ।
মায়ের বুক আর তোমার বুক তো অভিন্ন নয়,
তা থেকে আলাদা আলাদা রঙের চুম্বন বের হয়;
দুটো চুম্বনের সীমানা আলাদা ভাবে অসীম।
ধুলোর সাথে তুমি তো নও, পুস্পকলির সাথে
একই বাঁধনে সেই তো বেঁধেছি,
ভোরের শীত উপেক্ষা করে বকুল ফুলের মালা গেঁথেছি।
কই, তুমি তো আমার জন্য কোন মালাই গাঁথনি।
আজ কোন অভিযোগের পর্ব নয়,
আজ কোন মাতালের মাতলামি কথা দিয়ে
তোমার মন বিষিয়ে তোলতে চাই না,
আজ একান্তই তোমাকে পেতে এসেছি,
বাহু ডোরে জীবনের কাছে জীবনের দামে
এক মুঠো সুখ নিতে এসেছি।
বিশ্বাস করো আর নাই বা করো
জীবনের অনেকটা পথ শেষ হয়ে গেছে
আর তো দুঃখ বইতে পারি না
আর তো বিরহে সময় পার করতে ইচ্ছে হয় না।
২০-০২-২০১২

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget