তৃষ্ণা ।। Trishna ।। বাংলা কবিতা ।। Bangla Poem

কবিওকবিতা

আমায় ধরো, অতঃপর দুঃখগুলো নিয়ে যাও
বহুদূরে যেয়ো, যেখানে আমার যাত্রা কাঙ্খিত নয়
আমার কথা সেখানে বলো না ।
মরণের সাথে মিলেছি,
দুঃখটা আর বুকে নিতে চাচ্ছিনা,
এখন কাফনের কাপড় জড়ানোর পালা
কে যেন কবরটাও খুড়ছে !
খুন্তি কোদাল দিয়ে সুনিপূণ ভাবে কাটছে ।
মেঘ, চারদিকে মেঘেরা খেলছে,
এখনি তো বৃষ্টি হবে !
আমার কষ্টগুলো কী ধুয়ে নিয়ে যাবে ?
তাহলে তো ভালোই হতো,
আমি অপু সার্থক ভাবে মরণে যেতাম।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget