প্রেমিকের হাত ধরে তোমার বিকেলটা কাটুক,
গোপনের কিংবা প্রকাশে পথের ধারে প্রেমের গল্প করে,
রাত্রীটা যাক সংস্পর্শের বিশাল রন্ধে রন্ধে-
কামের গভীরে বহূতল কূপে,
সকালটা যাক এক গুচ্ছ হাসি মুখের জাগরনে
এক সাথে নাস্তা সাড়া রুটি ভাজিতে।
অফিসের বেলাটা শুরুর আগে হয়ে যাক দুুজনার মাঝে এক অনন্ত চুঁমো,
যা সারা দিনের তৃপ্ততা ওখানে লেগে থাকবে।
কাজের কাজে সঠিক মনোযোগ,
ফাঁকে ফাঁকে সামনের দেয়ালে ভেসে উঠবে প্রিয়জনের মুখখানি।
একটু বাহিরে গিয়ে এক কাপ চায়ে চুঁমো,
একটা ফোন কল না দিলেই নয়,
কি করছ জান ? অনেক অনেক বেশী মনে পড়ছে,
তুমি বাসায় কখন ফিরছো ?
একটি মন্তব্য পোস্ট করুন