বৃষ্টি হচ্ছে ! পৃথিবীর ভিতরে নতুন ধারায় বৃষ্টি ?
ইয়েস ! বৃষ্টি বললে ভূল হবে, বলা যায় ঝড় হচ্ছে,
বৃষ্টি কিংবা ঝড় যাই বলা হোক না কেন
তাতে মাটিতে পড়া নমুনাটা হয় জল, মানে জলের ধারা,
কিন্তু মতিঝিল চত্বরে নমুনাটা ছিল রক্ত,
ইয়েস ! মানুষের রক্ত,
স্রষ্টা যাদেরকে তাঁর সৃষ্টির সেরা জীব আখ্যা দিয়েছেন ।
টুপি পড়ার দল, হাতে মেসওয়াক, গায়ে সাদা পায়জামা পাঞ্জাবি,
বলতে দ্বিধা নেই, ওরা একই মতাদর্শের,
কওমি মাদ্রাসায় ওদের পড়ালেখা চলে,
ফিতরার টাকা, মালের টাকা, দানের টাকায় চলে ওদের দিনাপাত,
ওরা রাজনীতি বুঝেনা, বুঝতে চায় না, চায় আল্লাহর আইন ।
কথিত জাগরণ মঞ্চ শাহবাগে তিন মাস থাকতে পারে,
সেখানে ওরা কি একটা রাতও থাকার অধিকার রাখতে পারে না মতিঝিলে ?
বুঝতে বাদ থাকে না টুপি পড়াদের স্থান আওয়ামী লীগের কোথায়,
পায়ের তলায়? থুঁ থুঁ-তে? চড় থাপড়ে? চোখের লালচে আভায়?
ওপরের কোনটাতেই নয়, আছে তাদের মনের বাহিরে, মানে ঘৃনায়।
দেশে যত নাস্তিক, অমুসলিম, ধর্মহীন আছে তাদের বেশীর ভাগের জায়গাই
কালো বিড়ালের আওয়ামী লীগে,
সাদা বিড়ালের আওয়ামী লীগে,
রঙ ছাড়া বিড়ালের আওয়ামী লীগে ।
একটি মন্তব্য পোস্ট করুন