বৃষ্টির সাথে খেলায় মেতেছি,
জলের কোলে দেহ হেলিয়ে
দিয়ে কিছুটা মাতদোলায় ।
আমার সর্দি লাগার ভয়টা মায়ের
মনে আছে, আমার নেই,
তিনি জানালা বেয়ে আমায়
ডাকছেন ।
আজও সকালে ঔষধ খেয়েছি,
ডাক্তারের তুখোড় বারণ বুষ্টিতে না ভেজা;
কে শুনে কার কথা,
ব্যাস আমার জল খেলা চলছে ।
রাতে আমার বিষন জ্বর
হল,
মা আমার মাথার কাছে বসে
আছেন,
বলছেন,
কতবার বললাম নামিস নে,
আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম
মায়ের মুখটার কী ভাব হয়েছে !
মা কাঁদছেন আর চোখ মুছছেন,
সাথে আমিও কাঁদছি।
একটি মন্তব্য পোস্ট করুন