আমার মা ।। Amar Maa ।। বাংলা কবিতা ।। Bangla Poem


কবিওকবিতা


বৃষ্টির সাথে খেলায় মেতেছি,
জলের কোলে দেহ হেলিয়ে দিয়ে কিছুটা মাতদোলায়
আমার সর্দি লাগার ভয়টা মায়ের মনে আছে, আমার নেই,
তিনি জানালা বেয়ে আমায় ডাকছেন
আজও সকালে ঔষধ খেয়েছি, ডাক্তারের তুখোড় বারণ বুষ্টিতে না ভেজা;
কে শুনে কার কথা, ব্যাস আমার জল খেলা চলছে ।
রাতে আমার বিষন জ্বর হল,
মা আমার মাথার কাছে বসে আছেন,
বলছেন, কতবার বললাম নামিস নে,
আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম মায়ের মুখটার কী ভাব হয়েছে !
মা কাঁদছেন আর চোখ মুছছেন, সাথে আমিও কাঁদছি।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget