গ্রামের ঈদ ।। Gramer Eid ।। বাংলা কবিতা ।। Bangla Poem

কবিওকবিতা

বাড়িতে যাবো ঈদের ছুটি কাছে এলো সেই শান্তনা
মেঘের মিশে মেঘ হয়েছি বাহির হতে পারলাম না ।

সারাবেলা মেঘের ডাক ঘরের ভিতর সময় পার
কাছের মানুষ অভিমানে বলে মজা হল না এবার ।

 আমি বলি, “কি করব তবে বলো উপায় বউ?”
বউ বলে, “মেঘের ডরে তাই বলে কি বাহির হয় নি কেউ?”

কি করি আর বউয়ের কথায় নতুন জামা পড়ে
বাহির হলাম ভেজা হাওয়ায় বউয়ের হাতটি ধরে । 

ভেজা মাটি ভেজা ঘাস ভেজা গাছের পাতা
তাদের সাথে আমরাও ভিজে হলাম সঙ্গী সেথা ।

এদিক সেদিক তাঁকাই মোরা মনটা বাঁকে চলে
 হঠাৎ করে পা ফসকে পড়ে গেল বউ পিছলে ।

তার সাথে আামিও পড়ে কিছুটা গেলাম আটকে
হাঁসি আমি কাঁদে বউ কাদা আমায় ডাকে।

বউকে বললাম, “এবার বুঝ এই পরিবেশের বের হওয়া
এটাই ভাবো ঈদের মজা গ্রামের বাড়িতে পাওয়া ।”

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget