বন্ধুর দোহাই ফিরে আয় মাতার দেশে,
ঘাস ফড়িংয়ের মত উড়ে চলা ভাবটা কী তুই ভুলে গেছিস ?
তোর বাড়ির দক্ষিণ দিকে যে মরা খালটা গিয়েছে,
তাতে আমি ও তুই কত ডুব সাঁতার খেলতাম,
চাচির বারণ আমরা কী শুনতাম ?
তুই নেই, কোথায় হারালি বন্ধু ?
মাঝে মাঝে তোর কথা মনে হলে অস্থির হয়ে যাই,
আমি আমার রক্তের ভিতরে তোকে খুঁজতে থাকি ।
নেই, কোথাও নেই তুই কাছে ও দূরে,
চলে যাই সেই মরা খালের ধারে,
তোর মা, মানে চাচিও আর ডাকে না,
তিনি হয়তো মেনেছেন তুই নেই,
কিন্তু আমি তো মানতে পারি না তুই নেই,
তুই হারিয়ে গেছিস বাতাসের সাথে,
তুই মিশে গেছিস মাটিতে,
তুই ঘুমিয়ে আছিস কবরের ভিতরে একা ।
(সড়ক দুঃঘর্টনায় নিহত বশিরের প্রতি)
একটি মন্তব্য পোস্ট করুন