আমি একটা পাগল ।। Emi Ekta Pagol ।। বাংলা কবিতা ।। Bangla Poem

কবিওকবিতা

আমি সত্যি একটা পাগল, তা না হলে-
অপু চলে গেল অষ্ট্রেলিয়ায় পড়াশোনা করতে,
এতো দিনে সে কি আমায় মনে রেখেছে ?
তার আসার পথ চেয়ে যে এক নারী বসে আছে,
তার কি তা ভাবনায় আছে ?
কই এতো দিনেও একটা লেখা দিতে পারল না !
কখনই কি কিছু লেখার সময় হয় না ?
আমার ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না
মনটা সারাক্ষণ তার কথা ভাবে।

আচ্ছা অপু তুমি কি আমার চেয়ে সুন্দর কারো দেখা পেয়েছো ?
সে কি আমার চেয়ে ভালোবাসে ?
আমার চেয়ে বেশী আদর দেয় ?
এই ঘর এই ঘরের দুয়ার, এ সবের চারপাশ আমার কাছে
কেবলই বিষাদময় হয়ে ওঠছে,
ক্ষণে ক্ষণেই রাগ ওঠে, কথা বলতে ইচ্ছে করে না ।

রাত অনেক হল, কাল সকালেই ইহা পোষ্ট করতে হবে
তুমি দু-দিনেই পেয়ে যাবে,
এবার কিন্তু একটা লম্বা লেখা পাঠাবে, অল্প লেখায় কি আর মন ভরবে আমার ?
আমি সারাদিন সেই লেখা বারেবার পড়ব ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget