দেয়াল । Deyal । The Walls । বাংলা কবিতা

            
কবি ও কবিতা
  দেয়াল                  

অবুঝ মন কথাটা কিছু ক্ষেত্রে বিলাসীতা
আবার কখনো বাস্তবিক,
ঝুলন্ত সূতার মাঝে পাথরের মত
যাহা নিম্ন দিকে ধাবিত
আবার কখনো ডানে বামে আগে পিছে,
কারণ কারো আঘাতের তেজে
সে স্থান পরিবর্তনে বাধ্য থাকিবে
যদি না সে অপরের চেয়ে ক্ষুদ্র।
তাহার ভালবাসার কাছে আমার-
মন সদাই ছিল অবুঝ
কিন্তু কোন বিলাসীতা ছিল না,
তাহার হৃদয় বড় বিশাল ছিল
যাহার ব্যবধানে আমার ভিতরটা চুরমার
ক্ষত বিক্ষত জীবন্ত লাশ।
আমি কখনো আমার হৃদকে-
সাহসী হতে বলিনি,
যদি প্রিয়ার ফুলের মত মনটারে-
বেদনার বেড়াজালে বাঁধে
তাহলে আমি কেমনে সইবো
কেমনে দেখিবো দু-নয়ন মেলিয়া,
আমি তাহার কাছে উত্তর চাইনি
মনের সাথে যুদ্ধ করেছি
তাহার মাঝে আমার যে দুরত্ব
তাহা কাছের মাঝে লৌহের মত শক্ত
ভাঙার উপায় আমি জানি না।
যে ভালবাসার বন্ধনে তাহারে আমি-
প্রতিচ্ছবি রুপে আয়নার মাঝে দেখিতাম
সমান্তরালে কোন বাঁকা ছিল না,
জোছনা রাতে দু-জন বসে তারা গুনিতাম
হাসনাহেনা ফুল তাদের কাজের ব্যাস্ততার-
মাঝে আমাদের মৌনতা বিলিয়ে দিত।
এখন সম্মুখে একটি কালো চাদর
অপর প্রানে- ধু ধু অন্ধকার
কূয়াশার আবরণ দৃষ্টির সীমানায়,
কখনো কপাট বলা যায়
অথবা বিচ্ছেদের দেয়াল।

                       তারিখ ও সময়:- ২৬-০৯-২০০৫,  ২০/১৫

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget